পঞ্চম ও সর্বশেষ চালান হিসেবে জাপান থেকে ঢাকায় এসেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো ৬ লাখ ৩৪ হজার ৯২০ ডোজ করোনাভাইরাসের টিকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনার টিকা বিতরণ কর্মসূচির (কোভ্যাক্স) আওতায় এসব টিকা পেলো বাংলাদেশ।
শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাপান থেকে ঢাকায় আসা টিকাগুলো গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন। এসব টিকা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সংরক্ষণাগারে রাখা হবে৷
এর আগে গত ২১ আগস্ট বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রেজেনেকার ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান বাংলাদেশে আসে। গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। গত ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।
প্রসঙ্গত, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল জাপান সরকার।