আফগানিস্তানের দখল এখন তালেবানদের হাতে। দখলের পর কাবুলে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনছে বাংলাদেশ। ইতোমধ্যে ২০ বাংলাদেশিকে কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং তাদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত ২০ জনকে ফিরিয়ে আনার কাজ শেষ করেছে এবং তাদের কাবুল থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
আফগান জনগণের পাশাপাশি আফগানিস্তানে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
অনুকূল পরিবেশ নিশ্চিত হলে আন্তর্জাতিক উন্নয়ন কর্মীরা আফগানিস্তানে আবারও ফিরে যেতে পারবে বলেও বিবৃতি উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানায় এবং দ্রুত আফগানিস্তানে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার আশা করে।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে দুই দশক পর আবারও আফগানিস্তানের সবকিছুতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তালেবান।