আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল সম্পূর্ণরূপে নেওয়ার পর ফাঁকা গুলি ছুড়ে বিজয় উদযাপনের সময় অন্তত ১৭ জন নিহত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) আফগান সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
তালেবান সূত্রগুলো শুক্রবার পঞ্জশির প্রদেশ দখলের দাবি করার পর কাবুলসহ বেশ কয়েকটি এলাকায় বিজয় উদযাপন করতে ফাঁকা গুলি ছোড়া হয়।
আফগান বার্তা সংস্থা শামশাদ জানায়, ফাঁকা গুলি ছোঁড়ার পর কাবুলে অন্তত ১৭ জন নিহত হয় এবং আহত হয় আরও ৪১ জন। এছাড়া কাবুলের পূবের প্রদেশ নানগরহারে বিজয় উদযাপনের সময় আহত হয় ১৪ জন।
তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘ফাঁকা গুলি ছোড়া বন্ধ করুন এবং এর পরিবর্তে আল্লাহর কাছে শোকর করুন। গুলিতে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি হতে পারে, তাই বিনাপ্রয়োজনে গুলি ছুড়বেন না।’