মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে মোল্লাহ মোহাম্মদ হাসান আখুন্দের নাম ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত যে কয়টি বিষয় তার সম্পর্কে জানা গেছে সেগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো।
২০ বছর ধরে তালেবানের নীতি নির্ধারণী পরিষদ শুরা কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ হাসান।
২০০১ সালে মার্কিন আগ্রাসনের আগ পর্যন্ত তিনি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সামরিক নেতার তুলনায় ধর্ম পালনকারী হিসেবে তার সুনাম বেশি। তালেবানের আধ্যাত্মিক নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত।
তালেবানের জন্মস্থান কান্দাহারের বাসিন্দা তিনি। দলটির প্রতিষ্ঠাকালীন সদস্যও ছিলেন তিনি।
২০০১ সালে আলোচিত বামিয়ান বৌদ্ধমূর্তি ধ্বংসের অনুমোদন দিয়েছিলেন হাসান আখন্দ। তিনি একে ধর্মীয় দায়িত্ব বলে ঘোষণা দিয়েছিলেন।