আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে পুনরায় কাজে ফিরেছেন ১২ নারী।
রোববার (১২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এমন তথ্য জানিয়েছেন।
গত ১৫ আগস্ট আফগানিস্তানে রাজধানী কাবুল দখল করে তালেবান। ওই সময় নতুন শাসক গোষ্ঠী জানিয়েছিল, কর্মস্থলের নিরাপত্তা পরিবেশ ফিরে না আসা পর্যন্ত নারীরা যেন ঘরে অবস্থান করে। পরিস্থিতি অনুকূল হলে তাদেরকে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হবে। গত সপ্তাহে তালেবান বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়েছে। এতে নারীদের জন্য পৃথক বসার স্থান করে দিয়েছে এবং শ্রেণিকক্ষে পুরুষ শিক্ষার্থী ও তাদের মাঝে পর্দা টানিয়ে দেওয়া হয়েছে।
রাবেয়া নামে বিমানবন্দরের এক কর্মী বলেছেন, ‘আমি বাড়িতে দুশ্চিন্তা করছিলাম…অনেক খারাপ অনুভব করছিলাম। এখন অনেক ভালো বোধ করছি।’
তালেবানের দখলের আগে কাবুল বিমানবন্দরে ৮০ জনের বেশি নারী কাজ করতেন। রোববার পর্যন্ত সেখানে ১২ জন নারী কাজে ফিরেছেন।
কাদসিয়া জামাল নামে আরেক নারী বলেছেনম ‘আমাকে নিয়ে আমার পরিবারের লোকজন ভয় পেয়েছিল…তারা আমাকে ফিরতে নিষেধ করেছিল…কিন্তু আমি এখন খুশি, নিশ্চিন্ত…এখনও কোনো সমস্যা হয়নি।’