দেশের ই-কমার্স ওয়েবসাইট ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তাদেরকে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মোহাম্মাদপুরের বাসায় অভিযান শুরু করে র্যাব।
উল্লেখ্য, ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়েছে।