দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আবারো মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে অংশ নিতে চান।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
দুর্নীতিতে সংশ্লিষ্টের অভিযোগ ওঠা নাজিবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন তিন বছর আগে নির্বাচনে পরাজিত হয়। গত মাসে রাজনৈতিক জোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদটি পেয়েছেন নাজিবের দল। বিরোধীদের আশঙ্কা এটিকে কাজে লাগিয়ে দলের দণ্ডিতদের নির্বাচনে আসার পথ সুগম করবে ইউনাইটেড মালয়স।
৯ বছর ক্ষমতায় থাকা নাজিব রাজাককে গত বছর দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার নিম্ন আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। নাজিবের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। নাজিব এখনও পার্লামেন্ট সদস্য। তবে দেশের রাজার ক্ষমা কিংবা দণ্ড মওকুফের নির্দেশ ছাড়া সাংবিধানিকভাবে তিনি আর নির্বাচন করতে পারবেনন না।
শনিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে সাংবিধানিকভাবে তাকে অযোগ্য ঘোষণার বিষয়টিকে চ্যালেঞ্জ করেন।
তিনি বলেছেন, ‘এটি আইন, সংবিধান এবং আদালতে যা ঘটে সেই প্রক্রিয়ার ব্যাখ্যার ওপর নির্ভর করে।’
২০২৩ সালে জাতীয় নির্বাচনে অংশ নিতে চান কিনা জানতে চাইলে নাজিব বলেন, ‘ভূমিকা রাখতে চান এমন যে কোনো রাজনীতিবিদই পার্লামেন্টে একটি আসন চাইবেন।’
তবে কীভাবে সাংবিধানিক বাধা কাটিয়ে উঠবেন সেই প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।