পাকিস্তানের সিন্ধু প্রদেশের সরকার নির্দেশ দিয়েছে যারা করোনার টিকা নেয়নি তাদের গ্রেপ্তারের জন্য। ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) পাকিস্তানের নাগরিকদের দ্রুত টিকা নেওয়ার নতুন আদেশ জারি করার পর এই নির্দেশ দিলো সিন্ধু সরকার।
প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ২০ সেপ্টেম্বরের মধ্যে যানবাহনে যাতায়াতকারীদের টিকা নিতে হবে। এই তারিখ শেষ হলেই টিকা না নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
এর আগে এনসিওসির জারি করা নির্দেশনায় বলা হয়েছিল, যারা টিকা নেয়নি তারা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া পরিবহন কোম্পানিগুলোর কর্মীদের বাধ্যতামূলকভাবে টিকা নিতে হবে। কোনো কর্মী টিকা না নিলে বাস ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হবে। হোটেল ও রেস্তোরাঁগুলোর ক্ষেত্রেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনসিওসির দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ মানুষ এক ডোজ এবং ২ কোটি ৪০ লাখ মানুষ দুই ডোজ টিকা পেয়েছে।