চীনের একটি পোশাক ব্র্যান্ড শিশুদের জন্য তৈরি শার্টে লেখা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। শেষ পর্যন্ত নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে জেএনবিওয়াই নামের প্রতিষ্ঠানটি।
বিবিসি জানিয়েছে, শিশুদের জন্য তৈরি করা শার্টে ‘নরকে স্বাগতম’ এবং ‘তোমাকে স্পর্শ করতে দাও’ বাক্য লেখা ছিল। এক চীনা মা বাক্যগুলোর অর্থ বুঝতে না পেরে তার চার বছরের সন্তানের জন্য একটি শার্ট কিনেছিল। পরে তিনি বিষয়টি বুঝতে পেরে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে শার্টের ছবি তুলে পোস্ট করেন।
তিনি লিখেছেন, ‘নরকে স্বাগতম। মাফ করবেন? আপনি কাকে স্বাগত জানাচ্ছেন?’
পরে ব্যবহারকারীরা ওই মায়ের পোস্টটি ছড়িয়ে দিলে জেএনবিওয়াইয়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়।
জেএনবিওয়াই অবশ্য এবারই প্রথম বিতর্কিত লেখা বা ছবি যুক্ত করে পোশাক বাজারজাত করেনি। এর আগে কালো কোটে তীরবিদ্ধ এক ব্যক্তির কার্টুন প্রকাশ করা হয়। ওই কার্টুনের নিচে লেখা ছিল, ‘পুরো জায়গাটি ভারতীয়দের দিয়ে পূর্ণ। আমি এই বন্দুকটি নিয়ে যাব এবং তাদেরকে টুকরা টুকরা করব।’
তীব্র সমালোচনার মুখে জেএনবিওয়াই তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে। চীনা অ্যাপ শিয়াওহোংশুতে লেখা পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, ‘পোশাকে অনুপযুক্ত প্রিন্টের জন্য’ তারা দুঃখিত।