জাতিসংঘের সাত কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ইথিওপিয়া সরকার। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগে তাদের বহিষ্কার করা হচ্ছে বলে বৃহস্পতিবার ইথিওপিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।
ইথিওপিয়ার তিগরে অঞ্চলে গত বছরের নভেম্বর থেকে সরকারি বাহিনীর সঙ্গে তিগরে পিপলস লিবারেশন ফ্রন্টের লড়াই চলছে। মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস জানিয়েছেন, তিগরে অঞ্চল সরকারি বাহিনী অবরুদ্ধ করে রাখায় ৬০ লাখ মানুষের জন্য প্রয়োজনী ত্রাণের মাত্র ১০ শতাংশ পাঠানো গেছে। ইথিওপিয়া সরকার পাল্টা অভিযোগ তুলেছে অজ্ঞাতনামা ত্রাণকর্মীরা বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দিচ্ছে। তবে এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি সরকার।
বৃহস্পতিবার এক টুইটে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনওসিএইচএ’র জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সাত জনকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হচ্ছে। ইথিওপিয়া ত্যাগের জন্য তাদেরকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।