পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য চলতি বছর তিন জনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেলজয়ী হিসেবে সাউকুরো মানাবি, ক্লাউস হ্যাসেলম্যান এবং জর্জিও পারিসি নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘জটিল ভৌত ব্যবস্থা সম্বন্ধে আমাদের বোঝাপড়ায় যুগান্তকারী অবদানের জন্য ’ যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাউকুরো মানাবি ‘পৃথিবীর জলবায়ু ব্যবস্থার ভৌত মডেল, পরিবর্তনশীলতা পরিমাপ ও নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণায়নের পূর্বাভাস দেওয়ার জন্য’ এবং জার্মানির হামবুর্গের ম্যাক্স প্লাঙ্ক ইনিস্টিটিউট অব মেট্রোলজির ক্লাউস হ্যাসেলম্যান এবং বিশৃঙ্খলার পারস্পরিক ক্রিয়া এবং আণবিক থেকে বৃহদাকার পরিবেশে ভৌত ব্যবস্থায় ওঠানামার আবিষ্কারের জন্য ইতালির সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোমের জর্জিও পারিসিকে এ বছর পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কারের ৮০ লাখ ক্রোনারের (সুইডিশ অর্থ) অর্ধেক পাবেন মানাবি এবং বাকি অর্ধেক হ্যাসেলম্যান ও পারিসির মধ্যে ভাগ করে দেওয়া হবে।