বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষ ২০৫০ সাল নাগাদ পানি সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্ব আবহাওয়া সংস্থা নতুন এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে।
‘দ্য স্টেট অব ক্লাইমেট সার্ভিসেস ২০২১ : ওয়াটার’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে বিশ্বের ৩৬০ কোটি মানুষ অন্তত পক্ষে এক মাস পানির পর্যাপ্ত সরবরাহ পায় না।
সংস্থার প্রধান পিট্টিরি তালাস বলেছেন, ‘পানির সংকট মোকাবিলা করতে হবে।’
বিশ্ব আবহাওয়া সংস্থা জোর দিয়ে বলেছে, গত ২০ বছর ধরে ভূপৃষ্ঠে তুষার ও বরফে সঞ্চিত পানির স্তর প্রতি বছর এক সেন্টিমিটার হারে কমে এসেছে। সবচেয়ে বেশি কমেছে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে। তবে অনেক জনবহুল নিম্নভূমির এলাকাগুলোতে যেখান থেকে ঐতিহ্যগতভাবে পানি সরবরাহ হতো সেসব এলাকায় উল্লেখযোগ্য হারে পানির পরিমাণ কমেছে।
সংস্থাটি বলেছে, পানির নিরাপত্তার জন্য বড় ধরনের প্রভাব রয়েছে, কারণ পৃথিবীতে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ পানি ব্যবহারযোগ্য এবং মিষ্টি পানি পাওয়া যায়।
পিট্টিরি তালাস বলেছেন, ‘ক্রমবর্ধমান তাপমাত্রার ফলে বৈশ্বিক ও আঞ্চলিক বৃষ্টিপাতে পরিবর্তন হয়, যার ফলে বৃষ্টিপাতের ধরন এবং কৃষি মৌসুম পরিবর্তিত হওয়ার প্রধান প্রভাব খাদ্য নিরাপত্তা, মানুষের স্বাস্থ্য ও সুস্থতার ওপর।’