আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ অক্টোবর) এ ঘটনায় বেশ কয়েক জন হতাহত হলেও তাদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
এক টুইটে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘বিকেলে আমাদের স্বদেশী শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে..এতে আমাদের বিপুল সংখ্যক স্বদেশী শহিদ ও আহত হয়েছেন।’
এই হামলার পেছনে কে বা কারা জড়িত তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
সম্প্রতি রাজধানী কাবুলের একটি মসজিদসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এগুলোর বেশ কয়েকটি দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট।
মসজিদসহ বিভিন্ন স্থানে পরিচালিত এসব হামলা তালেবানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। গত ১৫ আগস্ট কাবুল দখল করা তালেবান সম্প্রতি ইসলামিক স্টেটের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে।