ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।
শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
হাফিজ আল ফারুক বলেন, তথ্য প্রমাণের ভিত্তিতেই নিরবকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, নিরবের বিরুদ্ধে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে একজন ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। মূলত ওই মামলায় তাকে শুক্রবার (৮ অক্টোবর) ভোরে আদাবরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে প্রতারণার অভিযোগে কিউকম ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) রিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।