আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজেরিয়ার সোকোটা রাজ্যে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
রোববার (১০ অক্টোবর) প্রাদেশিক কর্মকর্তা ও স্থানীয় আইনসভার সদস্যদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বন্দুকধারীরা একটি মার্কেট এবং বেশ কয়েকটি গাড়িতে হামলা চালায়।
সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, বন্দুকধারী ওই ডাকাতরা মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি শুরু করলে অন্তত ২০ জন নিহত হন এবং এ সময় তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দেন।
রয়টার্স জানায়, সোকোতো প্রদেশের পুলিশ বিভাগের একজন মুখপাত্র এই হামলার তথ্য নিশ্চিত করলেও কতজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।