সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে শতাধিক হুতি যোদ্ধা নিহত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) জোটের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
গত সোমবার সৌদি জোটের হামলায় আবদিয়া জেলায় ১৫৬ জন, মঙ্গলবার ১৩৪ জন এবং বুধবার ১০৮ জন নিহত হয়। গত তিন দিনে এ নিয়ে চার শতাধিক হুতি যোদ্ধা নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শিয়া হুতিদের ওপর তীব্র বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। নিহতের সংখ্যা কীভাবে নিশ্চিত হওয়া গেছে তা জোটের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। স্বাধীন কোনো সূত্র থেকেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
সরকারি টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়াতে প্রচারিত বিবৃতিতে জোট বলেছে, ‘আবদিয়াতে গত ২৪ ঘণ্টায় মিলিশিয়াদের (হুতি) লক্ষ্য করে আমরা ১৯টি অভিযান চালিয়েছি, তাদের ১২টি সামরিক যান ধ্বংস করেছি এবং তাদের নিহতের সংখ্যা ১০৮ ছাড়িয়েছে।’
গত মাস থেকে ইয়েমেনের মারিব অবরুদ্ধ করতে নতুন করে হামলা শুরু করেছে হুতিরা। মঙ্গলবার গোষ্ঠটি দাবি করেছে, তারা ‘নগরীর প্রান্তে’ হাজির হয়েছে।