গত চার দশকের মধ্যে জাপানে শিশু আত্মহত্যা সবচেয়ে বেশি বেড়েছে। দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে শুরু করে। চলতি বছর প্রাথমিক থেকে উচ্চবিদ্যালয়ের ৪১৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ১০০ বেশি। আর ১৯৭৪ সালের পর এই সংখ্যা সর্বোচ্চ।
লজ্জা কিংবা অসম্মান এড়াতে আত্মহত্যার পথ বেছে নেওয়া জাপানের দীর্ঘ ইতিহাস। শিল্পোন্নত জি-সেভেন দেশগুলোর মধ্যে জাপানেই আত্মহত্যার হার সর্বোচ্চ। তবে গত ১৫ বছরের চেষ্টায় দেশটিতে আত্মহত্যার হার ৪০ শতাংশ কমে এসেছিল। তবে করোনা মহামারি শুরু হওয়ার পর গত বছর জাপানে আত্মহত্যার হার বাড়তে শুরু করে।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, আত্মহত্যার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মহামারিকালে স্কুল ও বাড়ির পরিবেশে পরিবর্তন শিশুদের আচরণের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।