গত এক দশকের মধ্যে বিশ্বে প্রথমবারের মতো যক্ষা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। করোনা মহামারির কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় এ সংখ্যা বাড়ছে বলে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, ‘এটি উদ্বেগজনক খবর, যা অবশ্যই এই প্রাচীন কিন্তু প্রতিরোধ ও চিকিৎসাযোগ্য রোগে আক্রান্ত লাখ লাখ মানুষের রোগ নির্ণয়, চিকিৎসা ও পরিচর্যার দূরত্ব কমিয়ে আনতে বিনিয়োগ ও উদ্ভাবনের জরুরী প্রয়োজনের জন্য বৈশ্বিক জাগরণ আহ্বান।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২০ সালের যক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, নির্মূলযোগ্য রোগটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অনেকক্ষেত্রে রোগ নির্ণয় ও চিকিৎসা হয়নি।
সংস্থার হিসেবে বিশ্বে প্রায় ৪১ লাখ মানুষ যক্ষায় আক্রান্ত। কিন্তু তাদের রোগ নির্ণয় হয়নি কিংবা সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়নি। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২৯ লাখ। করোনা মহামারি যক্ষা রোগীদের পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে গেছে। কারণ বরাদ্দকৃত অর্থ করোনা মহামারি মোকাবিলায় ব্যয় হয়েছে এবং লকডাউনের কারণে অনেকে এই রোগের চিকিৎসা সেবা পায়নি।