ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকে যাত্রীবাহী বাস ধাক্কা দেওয়ায় সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আটজন। উপজেলার চেলেরঘাটে শনিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, বিকেলে শেরপুরগামী রহিম পরিবহন (ময়মনসিংহ গ ১১-০৯৪৮) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাটে ওভারটেক করার সময় দাঁড়িয়ে থাকা বালিবাহী ড্রামট্রাকে (ঢাকা মেট্রো ট ১৫-৮৪৪৩) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের বাবা, মা, দুই শিশু সন্তানসহ ছয়জন মারা যায়। আহত হয় নয়জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— শেরপুরের নকলা উপজেলার আবুল ফজলু (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০), মেয়ে আজমিনা (০৮)। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতালে ভর্তিদের মধ্যে নকলা উপজেলার নিগোরকান্দা গ্রামের ফাহাদ, বাবুল ও ফুলপুর উপজেলার রফিকের অবস্থাজনক।