ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় ভারী বৃষ্টিপাতের কারণে মৃতের সংখ্যা বেড়ে ২১-এ পৌঁছেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশত মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অতিবৃষ্টির কারণে রাজ্যের অনেকগুলো নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ইতোমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলেপ এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিচূড়, কোট্টায়াম, পত্থনমথিট্টা, পলক্কড় জেলায়। কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, আলপ্পুঝা, মলপ্পুরম, কোঝিকোড়, কোল্লাম, ও ওয়ানাড় জেলায়। ইদুক্কি ও কোট্টায়াম জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। কোট্টায়ামে এখনও ১২ জন নিখোঁজ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ১৭, ১৮ অক্টোবর সারাদিন এবং ১৯ অক্টোবর সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। একইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।