সিরিয়ার রাজধানী দামেস্কে একটি সামরিক বাসে বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দেশটির সরকারি সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সকালে দুটি বিস্ফোরক যুক্ত করা বাসটি জিসর আল রাইস সেতুতে ওঠামাত্র বিস্ফোরিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা।
এক দশক ধরে গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে সিরিয়া। তবে রাজধানী এ ধরনের হামলা বিরল। সর্বশেষ ২০১৭ সালে দামেস্কের কেন্দ্রস্থলে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় নিহত হয় ৩১ জন।
বাস বিস্ফোরণের পরপর সরকারি বাহিনী বিরোধীদের দখলকৃত উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত তিন লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে দেশটির অর্ধেক জনগোষ্ঠী। এদের মধ্যে ৬০ লাখ মানুষ বিদেশি শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।