লেখক : হোসনে আরা জেমী
টরন্টোর আবৃত্তির দল ‘বাচনিক ‘ এ বছর উদযাপন করেছে তাদের ষষ্ঠ বর্ষপুর্তি। এ উপলক্ষে ‘মানুষ জাগবে ফের’ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করেছিল সংগঠনটি। ২ নভেম্বর, ব্লেসড কার্ডিনাল নিউম্যান ক্যাথেলিক হাই স্কুলে আয়াজন হয়ে গেল সন্ধ্যা সাতটায় প্রতি বছরই বাংলা ভাষাভাষীদের মধ্যে একমাত্র দল হিসেবে টরন্টোতে শুধু কবিতা নিয়ে একটি অনুষ্ঠান করে । এ বছর কথাসাহিত্যিক আনিসুল হকের কবিতা ‘মানুষ জাগবে ফের ‘ আয়োজনের প্রতিপাদ্য বিষয়। সারা পৃথিবীতে যখন সহিংসতা, অস্থিরতা এবং অবক্ষ্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সংস্কৃতিক কর্মিরা তখন খুঁজছি অহিংসতা এবং শান্তি। তাই আশা জাগানিয়ার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতেই বাচনিক এর এই উপস্থাপনা। আর সে জন্যই এবারের আয়োজনের প্রতিপাদ্য এই কবিতার শিরোনাম। বাচনিক উপদেষ্টা রাশেদা মুনিরের সঞ্চালনায় কবি আসাদ চৌধুরী কবি মাসুদ খানের হাতে তুলে দেন বাচনিক সম্মাননা ২০১৯। সম্মাননা পর্বে মঞ্চে উপস্থিত থেকে বিভিন্নভাবে মাসুদ খানকে সম্মান জানান ওন্টারিও প্রদেশের সংসদ সদস্য ডলি বেগম, টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাইমউদ্দিন আহমেদ, বাচনিক উপদেষ্টা দেলওয়ার এলাহি ও হাসান মাহমুদ। কবি মাসুদ খানের হাতে সম্মাননা তুলে দেন কবি আসাদ চৌধুরী। বাচিক শিল্পীরা উত্থিত কণ্ঠে এক এক করে পাঠ করেন আসাদ চৌধুরী রচিত ‘তখন সত্যি মানুষ ছিলাম’, হুমায়ুন আজাদ রচিত ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’, নাজিম হিকমত রচিত ও সুভাষ মুখোপাধ্যায় অনূদিত ‘জেলখানার চিঠি’, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচিত ‘মাংসভুক পাখি’, আনিসুল হক রচিত ‘মানুষ জাগবে ফের’, শক্তি চট্টোপাধ্যায় রচিত ‘দাঁড়াও’, নির্মলেন্দু গুণ রচিত ‘রাজদণ্ড’, কাজী নজরুল ইসলাম রচিত ‘কান্ডারি হুঁশিয়ার’, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কোথায় আলো’, সৈয়দ শামসুল হক রচিত ‘পরানের গহীন ভিতর’ ও কেষ্ট মণ্ডল রচিত ‘গান্ধারী’ কবিতাসহ আরও অনেক শক্তিশালী, দৃঢ়চেতা কবিতা। অনুষ্ঠানে বাচনিক’র সদস্যদের পরিবেশনায় ছিল বৃন্দ ও একক উপস্থাপনা। এতে আবৃত্তি করেছেন কাজী হেলাল, রাশেদা মুনির, সুমি রহমান, হোসেন আরা জেমী, কাজী আব্দুল বাসিত, আসমা হক, ফ্লোরা নাসরিন ইভা, মেরী রাশেদীন, ম্যাক আজাদ, ফারহানা আহমদ, অরুণা হায়দার, ইরা নাসরিন, সাবরিনা নূর। এ ছাড়া কবিতার সাথে নাচে আংশ গ্রহন করেছে সুকন্যার ছোট সদস্যরা । আরো ছিল নতুন প্রজন্মের শিল্পী অনুভা জয়ী নাথ, সম্পূর্ণা সাহা, নাজিয়া হক, আনিয়া হক-এর পরিবেশনা। আয়োজনে যন্ত্রানুসঙ্গে ছিলেন তবলায় রনি পালমার, গিটারে অপূর্ব আজিম, কি-বোর্ডে আকিব আক্তার।