৬৮ বছর বয়সী বাবাকে খুন করার অভিযোগে ৪০ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করেছে ভারতের জয়পুরের কান্দার থানা পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে এমন ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ‘অভিযুক্ত দাবি করেছেন, তার বাবা অসুস্থ এবং বিভিন্ন রোগে ভুগছিলেন। সৃষ্টিকর্তা তার বাবাকে তার কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
সোমবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, তদন্তে দেখা গেছে, অভিযুক্ত তার মাকেও হত্যা করেছিল। কিন্তু পরিবার পুরো বিষয়টি গোপন রাখে।
পুলিশ জানিয়েছে, কান্দার থানার অন্তর্গত চাঁন গ্রামে ওই ব্যক্তিকে (ইব্রাহিম খান) হত্যা করা হয়। শুক্রবার বিকেলে খান ও তার ছেলেরা তাদের গ্রামের একটি মসজিদে নামাজ পড়েন। সেখান থেকে ফিরে আসার পর ছেলে কুতুবউদ্দিন বাবাকে হত্যা করেন।
কান্দার পুলিশের কর্মকর্তা ভগান লাল বলেন, ‘অভিযুক্ত মানসিক সমস্যায় ভুগছিলেন। জিজ্ঞাসাবাদে কুতুবউদ্দিন জানান, এপ্রিল মাসে সে তার মা হামিদান বানুকে (৬৫) হত্যা করে। ’