তাইওয়ানের স্বাধীনতার জন্য মরিয়া রাজনীতিবিদদের শাস্তির হুমকি দিয়েছে চীন।
শুক্রবার বেইজিংয়ের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস এক বিবৃতিতে এমন হুমকি দিয়েছে।
চীন থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করলেও তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ বলেই মনে করে। তবে চীনের দাবি, তাইওয়ান মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল। একসময় এটি মূল ভূখন্ডে যোগ দেবে। সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনলে নতুন করে বেইজিং ও তাইপের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে।
শুক্রবার তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস এক বিবৃতিতে বলেছে, ‘তাইওয়ানের স্বাধীনতার জন্য মরিয়া রাজনীতিবিদদের ওপর আইন অনুযায়ী, ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করবে মূল ভূখন্ড, যা সারাজীবনের জন্য কার্যকর থাকবে।’
দপ্তরের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, রাজনীতিবিদরা ‘আন্তঃপ্রণালী সংঘর্ষ উস্কে দেওয়ার চেষ্টা করেছে, বিদ্বেষপূর্ণভাবে আক্রমণ করেছে এবং মূল ভূখণ্ডকে অপবাদ দিয়েছে… আন্তঃপ্রণালী সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।’
তিনি জানান, বেইজিং তাদের ও তাদের পরিবারের সদস্যদের মূল ভূখন্ড, হংকং বা ম্যাকাওতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।