মহামারি করোনাভাইরাসের প্রকোপ না কমতেই ভারতে জিকা ভাইরাসে বিস্তার পেতে শুরু করেছে। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে এ ভাইরাসে এখন পর্যন্ত ৮৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৭টি শিশুও রয়েছে।
জিকা ভাইরাসে আক্রান্ত হাজার হাজার শিশু অপরিণত মস্তিস্ক নিয়ে জন্মগ্রহণ করে থাকে।
ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানায়, গত ২৩ অক্টোবর কানপুরে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। জমে থাকা পানিতে জন্ম নেওয়া এডিস মশা থেকেই জিকা ভাইরাস ছড়ায়। এই মশা চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মতো রোগের জন্যও দায়ী।
জিকা ভাইরাসে আক্রান্ত ৮০ শতাংশ মানুষের শরীরে এর কোনো উপসর্গ দেখা যায়না। তারপরও উপসর্গ হিসেবে গায়ে ব্যাথা, জ্বর ও চুলকানি দেখা দিতে পারে।
কানপুরের সরকারি কর্মকর্তারা জানান, যেসব এলাকায় জিকা ছড়িয়ে পড়েছে সেখনে গণপরীক্ষা চালানো হবে। এছাড়া জিকা প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কয়েকটি মেডিক্যাল টিম মাঠে নামানো হয়েছে।
সূত্র: এনডিটিভি/ স্কাই নিউজ