ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘের অন্তত ৯ জন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আটক করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাটির এক মুখপাত্র এমন তথ্য জানিয়েছেন।
ওই মুখপাত্র জানিয়েছেন, আটককৃতদের দ্রুত মুক্তি দিতে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা ইতোমধ্যে আটককৃতদের সঙ্গে দেখা করেছেন।
এ ব্যাপারে ইথিওপিয়া সরকারের তাৎক্ষনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত এক বছর ধরে টিগরে অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে ইথিওপিয়ার সরকারি বাহিনী। ওই অঞ্চলটিতে সরকারি বাহিনী মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। এই ইস্যুতে মন্তব্য করায় গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাত কর্মকর্তাকে বরখাস্ত করেছিল ইথিওপিয়া সরকার।