বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর ৩য় বই ওড়িয়া ভাষায় প্রকাশিত হলো। তিনটি বইয়ের অনুবাদ করেছেন ওড়িশায় খ্যাতিমান কবি ও অনুবাদক অজিত পাত্র। প্রকাশ করেছেন লেখালেখি প্রকাশনা সংস্থা।
উল্লেখ্য যে, ২০১১ সালে প্রথম হুমায়ূন কবীর ঢালীর বই ‘ভূতো পরি ও কাব্যো’ ওড়িয়া ভাষায় প্রকাশিত হয়। এরপর ‘টিকি ভূতরো কান্ডো’ প্রকাশিত হয় ২০১৬ সালে। এবছর প্রকাশিত হলো ‘দশটি কিশোর গল্পো’র একটি সংকলন। তিনটি বইই ছোটদের জন্য। প্রকাশক সূত্রে জানা গেছে, প্রথম ও ২য় বইটির বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। ওড়িশার শিশুপাঠকদের মনে ইতিমধ্যে হুমায়ূন কবীর ঢালীর একটি জায়গা তৈরি হয়ে গেছে।
ওড়িশা ছাড়াও দেশের বাইরে হুমায়ূন কবীর ঢালীর বই নিয়মিত প্রকাশিত হচ্ছে পশ্চিম বাংলা ও ত্রিপুরা থেকে। তাঁর লেখা মোট বইয়ের সংখ্যা ৮৫ টি। লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন মিনা মিডিয়া অ্যাওয়ার্ড ও এম নূরুল কাদেরসহ অসংখ্য পুরস্কার। পেয়েছেন ভারতের চোখ সাহিত্য পুরস্কার, ওড়িশার লেখালেখি সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ সম্মাননা। হুমায়ূন কবীর ঢালীর শিশুতোষ বই A Cowboy and a magic mango tree গ্রীসের একটি স্কুলে ২০১২ সাল থেকে পাঠ্যতালিকায় অন্তর্ভূত রয়েছে।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.