আবারো সংঘাতে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার সৈন্যরা। সংঘর্ষে উভয়পক্ষের ৮ সেনা নিহত হয়েছে। এছাড়া আর্মেনিয়ার ১৩ সেনা আটক হয়েছে এবং ২৪ সার্ভিসম্যান নিখোঁজ রয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) আর্মেনিয়ার কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
সংঘাতের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী কালাকার ও লাচিন জেলায় আর্মেনিয়ার বাহিনী সংঘাতের জন্য প্ররোচনা দিয়েছিল। তারা এটি প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তাদের সাত সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১০ জন।
অপরদিকে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, আজারবাইজানি সেনারা সীমান্তে তাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছিল। তারা গোলান্দাজ ইউনিট, সশস্ত্র যান ও বন্দুক ব্যবহার করেছিল হামলার জন্য। তাদের ১৩ সেনাকে আটক করেছে আজারবাইজানের সেনারা। এছাড়া ২৪ সার্ভিসম্যান এখনো নিখোঁজ রয়েছে। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। রাশিয়ার মধ্যস্থতায় তারা অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।
গত বছর নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে সাবেক সোভিয়েত ইউনিয়েনে থাকা দেশ দুটি। ৪৪ দিনের যুদ্ধের পর শেষ পর্যন্ত রাশিয়ার আহ্বানে বন্ধ হয়।