জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল জানিয়েছেন, পূর্ণ শক্তি নিয়ে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানছে তার দেশে। জার্মানির বিভিন্ন নগরীর মেয়রদের সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
বুধবার (১৭ নভেম্বর) জার্মানির রবার্ট কোচ ইনস্টিটিউট জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে ৫২ হাজার ৮২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর দেশটিতে এক দিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি। মাত্র এক সপ্তাহেও জার্মানিতে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ১৫০। ২৪ ঘণ্টায় ২৯৪ জন করোনা আক্রান্ত মারা যাওয়া মৃতের মোট সংখ্যা এখন ৯৮ হাজার ২৭৪ জন।
বুধবার সংক্রমণ বৃদ্ধির এই পরিস্থিতিকে ‘নাটকীয়’ বলে আখ্যা দিয়েছেন চ্যান্সেলর মের্কেল।
তিনি বলেছেন, ‘পূর্ণ শক্তি নিয়ে চতুর্থ ঢেউ আমাদের দেশে আঘাত হানছে। দৈনন্দিন সংক্রমণ আগের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ…এবং দৈনন্দিন মৃত্যুও আশঙ্কাজনক। প্রথম ডোজ টিকা নেওয়ার সিদ্ধান্ত নিতে এখনও দেরি হয়নি।’
প্রসঙ্গত, জার্মানিতে পূর্ণ ডোজ টিকা নেওয়া জনগোষ্ঠীর হার ৬৭ শতাংশ। অন্যান্য দেশের তুলনায় অনেক আগে টিকা কর্মসূচি শুরু করলেও এই হার কম হওয়ার পেছনে নাগরিকদের টিকা নেওয়ার প্রতি অনীহাকে দায়ী করা হচ্ছে।