এক বা একাধিক ধর্ষণ মামলার আসামিকে ওষুধের মাধ্যমে খোজা করার একটি আইনের অনুমোদন দিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এমন তথ্য জানিয়েছে।
সম্প্রতি পাকিস্তানে নারী ও শিশুদের ধর্ষণের হার বেড়েছে। ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে দেশটিতে বিক্ষোভও হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিতে নতুন আইন করার উদ্যোগ নেয় সরকার।
প্রায় এক বছর আগে প্রেসিডেন্ট আরিফ আলভি ধর্ষণবিরোধী বিলে স্বাক্ষর করেছিলেন। পরে এতে ধর্ষকদের খোজা করার এবং দ্রুততার বিচার নিস্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের বিষয়টি আইনে যুক্ত করার আহ্বান জানানো হয়েছিল।
আইনটিতে বলা হয়েছে, ‘ওষুধের মাধ্যমে খোজা করার প্রক্রিয়াটি প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, যার মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের যে কোনো সময়ের জন্য যৌনসঙ্গমে অক্ষম হবে, এটি ওষুধের মাধ্যমে পরিচালনার জন্য আদালত নির্ধারণ করবে এবং এর তত্ত্ববধান করবে মেডিকেল বোর্ড।’
পার্লামেন্টে জামাত-ই-ইসলামির সিনেটর মোস্তাক আহমেদ বিলটির বিরোধিতা করে বলেছেন, এটি ইসলামি আইনবিরোধী। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।