হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনী এমন তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন অস্ত্রের উন্নয়ন করছে রাশিয়া। শীতলযুদ্ধের পর দেশটির এভাবে একের পর এক অস্ত্রের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে উড়তে সক্ষম। উৎক্ষেপনের পর এর গতিপথও পরিবর্তন করা যায়। এর ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ চিহ্নিত করা এবং ধ্বংস করা অনেক বেশি কষ্টকর।
রুশ সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার অ্যাডমিরাল গোরশকভ যুদ্ধজাহাজ থেকে জিরকন ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং এটি আর্কটিক সাগরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে জিরকন ক্ষেপণাস্ত্রের কয়েক দফা পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ২০১৮ সালে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছিলেন, এই ক্ষেপণাস্ত্রটি ভূমি ও সাগর থেকে নিক্ষেপযোগ্য এবং এটি এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।