রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারো করোনার টিকা নিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
রোববার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য নিশ্চিত করেছে।
এর আগে পুতিন জানিয়েছিলেন যে তিনি এ বছরের জুনে তিনি স্পুটিনিক ভি ভ্যাকসিন নিয়েছেন।
গামলেয়া ফেডারাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডেপুটি পরিচালকের সাথে এক সাক্ষাতের সময় পুতিন বলেন, আজ, আপনার এবং আপনার সহকর্মীদের সুপারিশে, আমি পুটনিক লাইট নামে আরেকটি টিকা নিয়েছি।
বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে স্পুটনিক ভি-কে অনুমোদন দিয়েছিল রাশিয়া। পরে আরো দু’টি ভ্যাকসিনকে অনুমোদন দেয় তারা