চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল যুগের অবসানে তিন দলের জোট সরকার গঠিত হয়েছে জার্মানিতে।
বুধবার (২৪ নভেম্বর) জোটের নেতৃস্থানীয় দল স্যোশাল ডেমোক্রেটের নেতা ওলফ স্কলজ এমন তথ্য জানিয়েছেন।
ত্রিদলীয় জোটে রয়েছে মধ্যডানপন্থি স্যোশাল ডেমোক্রেট (এসপিডি), পরিবেশবাদী সবুজ দল এবং লিবারেশন ফ্রি ডেমোক্রেটস (এফডিপি)। সবুজ অর্থনীতি এবং ডিজিটাইলেশনের মাধ্যমে ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতির দেশটিকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে তিন দলের মধ্যে ১৭৭ পৃষ্ঠার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জোটের চুক্তিতে কিছুটা সংশোধনীর পর আগামী মাসের শুরুর দিকে সরকার গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, আদর্শগতভাবে ভিন্ন দলগুলোর মধ্যে কেন্দ্রীয় পর্যায়ের প্রথম এই জোট মের্কেলের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটাবে। ফলে এটি ইউরোপ ও বাকি বিশ্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হবে।
বুধবার বার্লিনে সংবাদ সম্মেলনে, ‘এফডিপি ও গ্রিনস নেতাদের সঙ্গে বৈঠকের পর স্কলজ বলেছেন, ১৯২৪ সালে যখন শহরের পটসডেমার প্লাটজে প্রথম ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছিল, তখন অনেকেই প্রশ্ন করেছিলেন, এটা কাজ করবে কিনা। আজ, যখন বিষয়গুলোকে পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ করা এবং সঠিক নির্দেশনা দেয় এবং প্রত্যেকে নিরাপদে ও মসৃণভাবে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তখন ট্র্যাফিক লাইট অপরিহার্য বলে প্রমাণিত হয়। চ্যান্সেলর হিসাবে আমার আকাঙ্খা হল এই ট্রাফিক লাইট জোট জার্মানির জন্য একইভাবে একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে।’