রোমানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে কৃষ্ণ সাগরে মার্কিন সামরিক ঘাঁটি থেকে ২০ লাখ ডলারের ডিজেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোমানিয়ার মাফিয়া বিরোধী সরকারি কৌঁসুলি ডিকট এক বিবৃতিতে বলেছেন, ‘আমেরিকা সরকারের মালিকানাধীন তরল জ্বালানি চুরির জন্য ২০১৭ সালে বেশ কয়েক জন মিলে একটি অপরাধী চক্র গঠন করেছিল।
তিনি জানিয়েছেন, মিহাইল কোগালনিসিয়েনু সামরিক ঘাঁটি ছাড়াও যেসব স্থানে সামরিক মহড়া হতো সেসব স্থান থেকে জ্বালানি তেল চুরি করতো এই চক্রটি। যেখানে সেনারা ঘাঁটি করতো সেখানকার জেনারেটরগুলোকে টার্গেট করতো চক্রটি। গত চার বছর ধরে এই চক্রটির ওপর নজর রাখা হচ্ছিল।
২০০৩ সালে ইরাকে মার্কিন আক্রমণের সময় পেছনের ঘাঁটি ছিল মিহাইল কোগালনিসিয়েনু। ২০১৪ সালে এটি আফগানিস্তানে এবং সেখান থেকে আসা মার্কিন সৈন্যদের জন্য একটি ট্রানজিট হিসেবে ব্যবহৃত হতে শুরু করে।