ওয়াশিংটন: আগামীকাল শুক্রবার ২৬ নভেম্বর ওয়াশিংটনের বিখ্যাত গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে পর্দা উঠতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী একেএম মোজাম্মেল হক। তিনি ২৫ নভেম্বর বৃহস্পতিবার ওয়াশিংটনে এসে পৌঁছেছেন।
এছাড়াও ৩৫তম ফোবানা সম্মেলনে অংশগ্রহনকারী উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে সাবিনা ইয়াসমিন, শফি মন্ডল, লায়লা, রবি চৌধুরী, লুইপা, পারভেজ সাজ্জাদসহ দেশের বরন্য শিল্পীরা এর মধ্যেই ওয়াশিংটনে এসে পৌঁছেছেন।
নভেম্বর মাসের এই ধন্যবাদজ্ঞাপন সপ্তাহে ২৬, ২৭ ও ২৮ তারিখ শুক্র, শনি ও রোববারে ওয়াশিংটনে তিনদিনব্যাপী দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।
শুক্রবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় সম্মেলনের মুলমঞ্চ পোটম্যাক বলরুম এ এবং বি তে সম্মেলনের উদ্বোধন করবেন সম্মেলনের প্রধান অতিথি সম্মেলনে থাকবে অতিথি সম্মাননা, স্পন্সর সম্মাননা, বিভিন্ন ক্যাটাগোরিতে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন সহ নানামুখী আয়োজন।