মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণে অসুস্থতার মাত্রা তীব্র নয়, বরং হালকা মাত্রার হয় বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান এঞ্জেলিক কোয়েৎজ এমন তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানান দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্টটির নাম দেয় ওমিক্রন। বহুবার মিউটেড বা রূপ পরিবর্তন করা এই ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ বলেও আখ্যা দিয়েছে সংস্থা।
এঞ্জেলিক কোয়েৎজ বলেছেন, ‘এটি মৃদু রোগের উপসর্গের সাথে পেশিতে ব্যথা এবং এক বা দুই দিনের জন্য ক্লান্তিবোধ সৃষ্টি করে। ভাইরাসটি সংক্রমিতের স্বাদ বা গন্ধের ক্ষতি করে না বলে এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি। আক্রান্তদের হালকা কাশি হতে পারে। কোন বিশিষ্ট লক্ষণ নেই। আক্রান্তদের মধ্যে কয়েকজন বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।’
এই কর্মকর্তা জানান, ওমিক্রন শনাক্ত হয়েছে এমন রোগীদের চাপ হাসপাতালে নেই এবং টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের দেহে এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়নি। তবে টিকা নেননি এমন ব্যক্তিদের বেলায় পরিস্থিতি ভিন্ন হতে পারে।
তিনি বলেন, ‘আমরা কেবল দুই সপ্তাহ পর এগুলো জানতে পেরেছি। হ্যা, এটি সংক্রামক, তবে চিকিৎসাবিদ হিসেবে আমরা এখনও জানি না, কেন এতোবার রূপ বদল করেছে, আমরা এখনও বিষয়টি অনুসন্ধান করছি। ৪০ বছর ও তারচেয়ে কম বয়সী কিছু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পুরো বিষয়টি আমরা দুই থেকে তিন সপ্তাহ পর জানতে পারব।’