সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে শুরু করেছে।
রোববার (২৮ নভেম্বর) অস্ট্রেলিয়ায় দুজনের দেহে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেলে দক্ষিণ আফ্রিকা থেকে একটি ফ্লাইটে দুই ব্যক্তি জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের সিডনিতে পৌঁছেছিলেন। পরীক্ষার পর তাদের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাদের দুজনেরই আক্রান্তের ধরণ লক্ষণবিহীন এবং তারা টিকাপ্রাপ্ত। আক্রান্ত দুজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা বিমানের ১২ যাত্রীকে হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া আরো প্রায় ২৬০ যাত্রী ও ক্রুকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অস্ট্রেলিয়াতে ওমিক্রন শনাক্ত হওয়ার প্রেক্ষিতে এটাই ইঙ্গিত মিলছে যে, এই ভ্যারিয়েন্টটির বিস্তার ঠেকানো সম্ভব নয়। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায়। গত পাঁচ দিনের মধ্যে ব্রিটেন, জার্মানি, ইতালি, বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে ওমিক্রন শনাক্ত হয়েছে।