ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো বেশ কয়েকজন।
শনিবার (২৭ নভেম্বর) গভীর রাতে হাঁসখালিতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদার পারমদনপুর এলাকার এক বৃদ্ধার মৃতদেহ সত্কার করতে লরিতে করে নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন স্বজনরা। রাত দেড়টা নাগাদ ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী গাড়ি। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশও এসে পৌঁছায় ঘটনাস্থলে। নিহতদের মধ্যে ছয় নারী ও এক শিশু রয়েছে।