মডার্নার টিকা করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতটনা কার্যকর ঠিক ততটা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর নাও হতে পারে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ব্যান্সেল এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এমন কোনো জগৎ নেই যেখানে কার্যকারিতা একই মাত্রার হবে..আমরা ডেল্টার বিরুদ্ধে পেয়েছি। আমি মনে করি, এটি উপাদানের পতন হতে পারে। কিন্তু, আমি জানি না কতটা, কারণ আমাদের উপাত্তের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আমি যে সব বিজ্ঞানীর সঙ্গে কথা বলেছি . . .তাদের মত অনুযায়ী এটা ভালো হবে না।’
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, ওমিক্রন ভ্যারিয়েন্টটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এতে সংক্রমণ বেড়ে যাওয়ার ‘উচ্চ ঝুঁকি’ আছে। কিছু অঞ্চলে এটি ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে।