মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবার সৌদি আরবে শনাক্ত হয়েছে। উত্তর আফ্রিকা থেকে আসা এক যাত্রীর দেহে এটি শনাক্ত হয়েছে।
বুধবার সৌদি বার্তা সংস্থা এসপিএ এমন তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, সংক্রমণের শিকার ওই ব্যক্তি সৌদি নাগরিক। ওই ব্যক্তি ও যাদের সংস্পর্শে গিয়েছিলেন তিনি তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
এসপিএ বলেছে, ‘একটি মহামারি সংক্রান্ত তদন্ত শুরু হয়েছে এবং ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, যেখানে স্বীকৃত স্বাস্থ্য পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।’
২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণের খবর প্রকাশ করে। এর তিন দিন পর নেদারল্যান্ডস কর্তৃপক্ষ দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে ওমিক্রন শনাক্তের খবর জানায়। এ পর্যন্ত ১২টি দেশে করোনার নতুন এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে।