মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভারতে ঢুকে পড়েছে । দেশটির কর্নাটক রাজ্যে দুইজনের দেহে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তদের এক জন পুরুষ এবং অপরজন নারী। তাদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬ বছর। যারা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন তাদের শনাক্তের চেষ্টা চলছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল টুইটে বলেছেন, ‘এখনও পর্যন্ত ওমিক্রনের যে সব রোগী শনাক্ত হয়েছে তাদের মৃদু উপসর্গ ধরা পড়েছে। এর সংক্রমণে মারাত্মক কোনো উপসর্গের কথা এখনও পর্যন্ত শোনা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোভিডের এই নতুন রূপের প্রকৃতি নিয়ে গবেষণা করছে।’
দক্ষিণ আফ্রিকার জনবহুল প্রদেশ গাউতেংয়ে ৮ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়। ২৪ নভেম্বর দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। এ পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।