দিল্লির রানী ঝাঁসি সড়কের আনাজ মান্ডিতে একটি ভবনে স্থানীয় সময় রোববার ভোর ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর জানিয়ে ফায়ার ব্রিগেডের কাছে কল দিলে দ্রুত ৩০টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। কারখানার শ্রমিকরা সবাই ওই সময়ে ঘুমিয়ে ছিলো। দিল্লি ফায়ার সার্ভিসের চিফ ফায়ার অফিসার অতুল গর্গের জানিয়েছেন, এখন অবধি আহত ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের শরীরের বেশিরভাগই আগুনে পুড়ে গেছে। এদের অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
আগুনের ঘটনা অত্যন্ত ভয়াবহ বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় ক্ষতিগ্রস্থ পরিবারের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় শোক প্রকাশ করে এক টুইট বার্তা পাঠিয়েছেন। ফায়ারম্যানরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। ট্র্যাফিক পুলিশ জনগণকে নয়াদিল্লি রেলস্টেশনের কাছে রানী ঝাঁসি ফ্লাইওভারটি ব্যবহার না করার উপদেশ দিয়েছে, কারণ এই ঘটনায় রাস্তাটি বন্ধ হয়ে গেছে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সেখান উদ্ধারকাজ চলছে। আহতদের লোক নায়ক, আরএমএল ও হিন্দু রায়ো হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।