যুক্তরাজ্যে এক দিনে করোনায় সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে।
বুধবার দেশটির জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।
২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৭৮ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা মহামারি শুরুর পর দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড এটি। এর আগে গত জানুয়ারিতে এক দিনে প্রায় ৬৮ হাজারের করোনা শনাক্ত হয়েছিল।
যুক্তরাজ্যে এখন করোনা শনাক্ত হয়েছে এমন মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়ালো।
সম্প্রতি ব্রিটেনজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার উচ্চ সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। প্রধানমন্ত্রী বরিস জনসন একে সংক্রমণের ‘জোয়ারের ঢেউ’ বলে সতর্ক করেছেন।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার প্রধান নির্বাহী জেনি হ্যারিস ওমিক্রনকে ‘সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য হুমকি’ বলে অভিহিত করেছিলেন।
পার্লামেন্টারি কমিটিকে তিনি বলেছেন, ‘পরবর্তী কয়েক দিনের তথ্য-উপাত্তে আমরা যে সংখ্যা দেখতে পাচ্ছি, তা আগের ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে যে বৃদ্ধির হার দেখেছিলাম তার তুলনায় অনেক বেশি বিস্ময়কর হবে।’