মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার তাকে ইনস্টিটিউট জানতাং নেগারায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার অনলাইন।
কী ধরনের অসুস্থতা নিয়ে মাহাথির হাসপাতালে গেছেন তা জানা যায়নি।
তবে এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ড. মাহাথির হাসপাতালে আসেন। তার মেডিকেল চেকআপ করা হবে ও পর্যবেক্ষণে রাখা হবে। এর জন্য তাকে আগামী কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে।