মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তারের কারণে শিগগিরই ফ্রান্সে করোনার দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়ে যাবে। তবে এই সময়ের মধ্যে সরকারের নতুন কোনো বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেই।
বুধবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান এমন তথ্য জানিয়েছেন।
ভেরান জানিয়েছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় টিকার বুস্টার প্রকল্পের ওপর জোর দিচ্ছেন। বড়দিনের আগেই দুই কোটি ২০ লাখ থেকে দুই কোটি ৩০ লাখ বুস্টার ডোজ দেওয়ার আশা করা হচ্ছে।
তিনি বলেছেন, ‘ভাইরাসের দ্রুত বিস্তার কমিয়ে আনা এর উদ্দেশ্য নয়, কারণ ভ্যারিয়েন্টটি অনেক বেশি সংক্রামক। উদ্দেশ্য হচ্ছে. হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের সংখ্যা কমিয়ে আনা। এ কারণেই আমরা দ্রুত বুস্টার ডোজের দিকে যাচ্ছি।’
ফ্রান্সে এখন করোনা মহামারির চতুর্থ ঢেউ চলছে। দেশটিতে প্রতি দিন গড়ে প্রায় ৭০ হাজার মানুষের করোনা শনাক্ত হচ্ছে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এই সংক্রমণের হার আরও বাড়িয়ে চলছে। জানুয়ারির প্রথম সপ্তাহেই ভ্যারিয়েন্টটি ফ্রান্সে আধিপত্য বিস্তার করবে এবং দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন ভেরান।