কানাডার কুইবেকে মহামারি করোনার সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনে নতুন বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ।
বুধবার প্রদেশটির প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগল্ট এসব বিধিনিষেধ জারি করেছেন।
লেগল্ট জানিয়েছেন, বুধবার কুইবেকে নতুন করে প্রায় ৯ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ ‘দ্রুত গতিতে’ বাড়তে থাকায় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে কুইবেক। তবে তার সরকার ব্যক্তিগত সমাবেশগুলো আরও সীমিত করতে বড়দিনের পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করবে।
মন্ট্রিলে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, রোববার থেকে বাড়ির ভেতরে একসঙ্গে ছয় জনের বেশি কিংবা দুই পরিবারের বেশি সমবেত হতে পারবে না। ইতোমধ্যে অর্ধেক খোলা রাখার অনুমতি পাওয়া রেস্তোরাঁগুলো রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া রেস্তোরাঁয় টেবিলে একসঙ্গে ছয় জন বা দুই পরিবারের বেশি বসতে পারবে না।
কুইবেকবাসীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে লেগল্ট বলেছেন, ‘শনিবার পর্যন্ত আমরা এমন লোকদের অনুমতি দিচ্ছি যারা একান্তই সমবেত হতে চায়, তবে যারা সমাবেশ বন্ধ করতে চায় তাদের আমন্ত্রণ জানাচ্ছি। আগামী সপ্তাহগুলোতে আমরা অত্যন্ত কঠিন পরীক্ষার মুখোমুখি হবে, তবে আমাদের লোকদের বড় পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া এটাই প্রথম নয়।’