চীনে লকডাউনের আওতায় রয়েছেন একটি শহরের ১ কোটি ৩০ লাখ বাসিন্দা। নগরীটিতে দ্বিতীয় দফা গণ শনাক্ত পরীক্ষার পর ১২৭ জনের করোনা শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
এমন সময় এই লকডাউন ঘোষণা করা হলো যখন এক মাস পরেই বেইজিংয়ে শুরু হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক।
রয়টার্স জানিয়েছে, শিয়ান শহরের বাসিন্দাকে জরুরি প্রয়োজন কিংবা জীবনধারণের জন্য প্রয়োজনীয় বস্তু কেনাকাটা ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া নগরী থেকে বাইরে বের হওয়ার কিংবা নগরীতে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরি প্রয়োজনীয় ছাড়া অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার রাতে কর্তৃপক্ষ এসব নির্দেশনা জারি করেছে। লকডাউন বাস্তবায়নের ওপর নজরদারি করতে শিয়ান শহরে গেছেন উপপ্রধানমন্ত্রী সান চুনলান।
দ্বিতীয় দফা গণশনাক্ত পরীক্ষায় স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে প্রথম করোনা শনাক্ত হয়। তবে এটি কোন ভ্যারিয়েন্ট তা জানায়নি কর্তৃপক্ষ।