চীনের সিনোভ্যাকের উন্নয়ন করা করোনাভ্যাক করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে পর্যাপ্ত সুরক্ষা দেয় না।
বৃহস্পতিবার হংকংয়ের গবেষকরা এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন।
তারা জানিয়েছেন, তিন ডোজের করোনাভ্যাক ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে দেহে পর্যাপ্ত মাত্রার অ্যান্টিবডি তৈরি করতে পারে না। অথচ ফাইজার-বায়োএনটেকের তৃতীয় ডোজ টিকা ওমিক্রনের বিরুদ্ধে অনেক বেশি সুরক্ষা দেয়।
এই গবেষণাটি যৌথভাবে চালিয়েছে ইউনিভার্সিটি অব হংকং এবং চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং। এতে অর্থায়ন করেছে হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ ফান্ড এবং হংকং সরকার। এই গবেষণা প্রতিবেদনের ব্যাপারে সিনোভ্যাকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিনোভ্যাকের করোনাভ্যাক এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোফার্মের করভি টিকা চীনে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এছাড়া এই দুটি টিকা বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণে রপ্তানি করেছে চীন।