অবরুদ্ধ গাজা উপত্যকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজদি ধাইর জানিয়েছেন, ওমিক্রনে সংক্রমিত ওই ব্যক্তি গাজার স্থানীয় বাসিন্দা। উপকূলীয় এলাকায় তিনি ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
তিনি জানিয়েছেন, এর মানে হচ্ছে গাজায় ভ্যারিয়েন্টটি বিস্তার শুরু করেছে। এর ফলে অনুন্নত স্বাস্থ্যব্যবস্থার অঞ্চলটিতে নতুন চ্যালেঞ্জ দেখা দিলো।
মাজদি বলেন, ‘আমাদের সামনে কঠিন দিন আসছে। ধারণা করা হচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্টটি দ্রুত বিস্তার ঘটাতে শুরু করবে।’
অবরুদ্ধ গাজার মোট বাসিন্দা ২২ লাখ। এদের মধ্যে এক লাখ ৮৯ হাজার ৮৩৭ জন করোনার টিকা পেয়েছেন এবং মারা গেছেন এক হাজার ৬৯১ জন।