আফগানিস্তানে নির্বাচন কমিশনের বিলোপ করেছে তালেবান। শনিবার তালেবান সরকারের এক মুখপাত্র এমন তথ্য জানিয়েছেন।
মুখপাত্র বিলাল কারিমি বলেছেন, ‘এই কমিশনের অস্তিত্ব ও পরিচালনার কোনো প্রয়োজন নেই।’
আফগানিস্তানে নির্বাচন কমিশনের দুটি ভাগ রয়েছে। এর একটি হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) এবং দ্বিতীয়টি হচ্ছে স্বাধীন নির্বাচনী অভিযোগ কমিশন (আইইসিসি)। সাবেক পশ্চিমা সমর্থিত প্রশাসনের মাধ্যমে এই কমিশন পরিচালিত হতো।
বিলাল কারিমি বলেছেন, ‘আমরা যদি কখনো প্রয়োজন অনুভব করি, ইসলামি আমিরাত এই কমিশনগুলোকে পুনরুজ্জীবিত করবে।’
তালেবানের এই পদক্ষেপের সমালোচনা করে সাবেক কমিশনের প্রধান আওরঙ্গজেব বলেছেন, ‘তারা দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে..এবং কমিশনের এই বিলোপের পরিণতি চরম হতে পারে। এই কাঠামো যদি না থাকে, তাহলে আমি শতভাগ নিশ্চিত যে, কোনো নির্বাচন হবে না এবং আফগানিস্তানের সমস্যার কোনো সমাধান কখনোই হবে না।’